×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৯২ বার পঠিত
সিলেটসহ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সারা দেশের দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ শনিবার এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

তিনি জানান, সিলেটসহ বন্যা কবলিত এলাকায় মানুষ গবাধি পশুপাখি পানিতে সাঁতার কাটছে।


কাঁচা-পাকা বাড়ি-ঘর ভেসে যাচ্ছে। বিশুদ্ধ পানি ও মানুষের খাবারের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় সিলেটে বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীরা ১২০টি নৌকা নিয়ে মানুষের সেবা করে চলেছেন। নেতাকর্মীরা দলীয় ও ব্যক্তি উদ্যোগে ব্যাপক সহায়তা কর্মকাণ্ড পরিচালনা করছেন। সামর্থ্য অনুযায়ী গোটা বন্যাকবলিত এলাকায় ব্যাপকভাবে মানুষকে উদ্ধার এবং বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন। নেতাকর্মীদের সিলেটসহ বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।
তিনি অভিযোগ করেন, সিলেট, সুনামগঞ্জে হঠাৎ উজানের পানিতে প্রবল ঢেউয়ে ডুবে গেলেও সেদিকে সরকারের কোনো লক্ষ্য নেই। সিলেট শহর ও শাহজালালের মাজারও একতলা ডুবে গেছে। বিশাল অঞ্চল ডুবে গেছে। অথচ প্রধানমন্ত্রী সানাই বাজাচ্ছেন।

রিজভী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেও কোনোদিন নিজের জন্য ভাবেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশীয় এবং আন্তর্জাতিক বিষাক্ত মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে তাকে বন্দি রাখা হয়েছে। তাকে বিদেশে উন্নত সুচিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ খালেদা জিয়া জনগণের পক্ষের শক্তি।

রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণকে পছন্দ করে না। তাই তো জন্মগতভাবেই একটি শিশুর কাঁধে ১ লাখ টাকার ঋণ চাপিয়ে দিয়েছেন পদ্মা সেতু, মেট্রোরেল ও তথাকথিত উন্নয়নের নামে। গণমাধ্যমে নিজেদের একতরফা প্রচারণা চালাচ্ছে। আসলে যারা জনগণের বিরোধী তারা তো জনগণের দিকে ভ্রুক্ষেপ করবে না। তারা মরল নাকি বাঁচল সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। আমরা বিএনপির পক্ষ থেকেই এ ধরণের হীন মানসিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন রুহুল কবির রিজভী।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, খান রবিউল ইসলাম রবি, কাজী রফিক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat