×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৪৮ বার পঠিত
হজ পালনে সৌদি আরব গিয়ে নুরুল আমিন (৬৪) নামে আরো একজন বাংলাদেশি মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৬ জুন) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, নুরুল আমিনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬।  

এর আগে গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী পবিত্র মক্কায় মারা যান। এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে যাওয়া দুই হজযাত্রী সৌদিতে মারা গেলেন।

এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১২ হাজার ৩৩৯ জন হজযাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার মোট ফ্লাইট পরিচালিত হয়েছে ৪২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

গত ৫ জুন থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat