×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৬৯ বার পঠিত
জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকি বলেছেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতির দেশ। আশা করি অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় তিন হাজার ডলার পেরিয়ে যাবে।

আজ মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনও বক্তব্য রাখেন।

পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পরিসরে বিনিয়োগ আসার জন্য একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড জাপানের বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভবনার কথা উল্লেখ্য করেন তিনি।

ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট অচিরেই চালু হওয়ার আশা ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। পদ্মা সেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে তার জন্য জাপানের বিনিয়োগকারীদের ৬০ শতাংশ এ দেশে বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat