দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে দলীয় নেতাকর্মীদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমানের নেতৃত্বে ত্যাগ স্বীকার করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদল উদ্যোগে অনুষ্ঠিত দোয়া এবং মিলাদ-মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি এই আহ্বান জানান।
নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে দরকার আমাদের।
তাকে পাশে পেলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে। সে কারণে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই তার মুক্তির জন্য সরকারকে বাধ্য করতে হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গণতন্ত্র ফিরে এসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ দেশনেত্রী বন্দি থাকলেও, অসুস্থ থাকলেও তারই সন্তান আমাদের ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সেজন্য শহীদ জিয়া যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, দেশনেত্রী যেভাবে ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেনো দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং একটি দায়িত্বশীল সরকার আসে। তাই আমাদের একটি লড়াই করতে হবে।
কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ জাতীয় আরো খবর..