×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৮১ বার পঠিত
দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। এর আগে গত ২৫ মার্চ এক দিনে শনাক্ত ছিল ১০২ জন।

এরপর গতকাল ১০৯ জনের করোনা শনাক্ত হয়।
গত মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। পরদিন বুধবার শনাক্ত হয় ৫৮ জনের দেহে। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৫৯ জনে। শুক্রবার সেটা বেড়ে হয়েছে ৬৪ জন, শনিবার তা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। রবিবার ১০৯ জন, আজ সোমবার তা বেড়ে দাঁড়াল ১২৮ জনে।

আজ সোমবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৩৩৭ জন। এ সময় ছয় হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat