স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ছায়ায় চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও গোল পাননি জামাল ভূঁইয়ারা।
সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের কাছে হার ২-০ গোলে। র্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটির কাছে হার অনুমেয় ছিল। কুয়ালালামপুরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।
বাংলাদেশের (১৮৮) চেয়ে র্যাংকিংয়ে ৫৪ ধাপ উপরে তুর্কমেনিস্তান (১৩৪)। মধ্য এশিয়ার এ দেশটির সঙ্গে এর আগে একবারের সাক্ষাতে হেরেছে লাল-সবুজ দল। ১৯৮০ সালের পর এশিয়ান কাপের মূলপর্বে খেলা হয়নি বাংলাদেশের।
তুর্কমেনিস্তানের শুরুটাও হয়েছে হার দিয়ে। মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে তারা। গোলটাই প্রয়োজন বাংলাদেশের। ২০০২ সালের ৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়ান গেমসে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছিলেন মোহাম্মদ সুজন।
বাংলাদেশের জন্য ভয়ের কারণ সেটপিস। বাহরাইনের বিপক্ষে প্রথম গোল সেটপিস থেকে হজম করতে হয়। তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা উচ্চতায় এগিয়ে। তাই সেটপিস নিয়ে ভাবতে হচ্ছে কাবরেরাকে।
তবে বাহরাইনের মতো আজ রক্ষণাত্মক নয়, কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের জন্য মাঠে নামবেন বলে শুক্রবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কাবরেরা।
তার কথায়, ‘অবশ্যই আমরা জিততে চাই। সেটা অসম্ভব নয়। আমরা বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা জয়ের কথা ভাবছি।’ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘জিততে হলে আমাদের গোল করা ছাড়া বিকল্প নেই। আমি মনে করি, এই জায়গায় আমাদের উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।’
গত এক বছরে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে মালয়েশিয়ায় গেছে সাইদ সেইদোর দল। আর গত বছরের জুন থেকে বাংলাদেশ খেলেছে ১৭টি ম্যাচ। এদিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশ আজ আক্রমণাত্মক খেলবে বলে ইঙ্গিত দিয়েছেন কাবরেরা, ‘আমরা ইতিবাচক ফুটবল খেলতে চাই। বল পজেশনে নিজেদের দাপট দেখাতে চাই। আমাদের টার্গেট হলো ম্যাচ থেকে ফল বের করে আনা।’
এ জাতীয় আরো খবর..