আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ শনিবার। তিনি প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।
দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন থেকে গ্রেপ্তার হন শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে তাঁকে বন্দি রাখা হয়। বন্দি অবস্থায় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাঁর মুক্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচি পালন করে।
এ জাতীয় আরো খবর..