×
সদ্য প্রাপ্ত:
মেট্রোরেলের নতুন সূচিতে ট্রিপ বাড়ল ৭টি জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের, কাল সমাবেশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ফের দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বেছে নেবে ভারত? ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্যাংক খাতের মাফিয়া পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৩৪ বার পঠিত
গণবিরোধী আওয়ামী সরকার জনগণের সাথে প্রতারণা করছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে তারা গণশত্রুতে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন, সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে, এর মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত মানুষের জীবনে 'মড়ার উপর খাঁড়ার ঘা'।

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দর পরিচালনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামিম আজাদ, মাহবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে চরম দুর্ভোগে নিপতিত করেছে। সরকার দেশ পরিচালনায় ও জনজীবনে সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে।   এমন পরিস্থিতিতে রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্যবৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প-কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎকেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে প্রতি ঘনমিটারে ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরো বৃদ্ধি পাবে। সরকারের ব্যর্থতায় চলমান তীব্র আর্থিক সংকটের মধ্যে কোনোমতেই জনগণের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধি ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের হুমকি দিলেন। বেতনও বাড়াবেন না, দ্রব্যমূল্যও কমাবেন না, তা হতে পারে না।

তিনি আরো বলেন, সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে সন্ত্রাস, নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পদ্মা সেতু আওয়ামী সরকারের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের প্রতীক। এ সেতু নির্মাণে দুর্নীতি, লুটপাট আড়াল করতেই জনগণের চরম দুঃসময়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উৎসবের নামে জনগণের সাথে উপহাস করা হচ্ছে।

তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী ও গণতন্ত্র, মানবাধিকার হরণকারী ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। গণদাবি মেনে সরকার পদত্যাগ না করলে চলমান আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat