রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিষিদ্ধের তালিকা সোমবার (৬ জুন) সম্প্রসারণ করেছে মস্কো। এই তালিকায় রাজস্বমন্ত্রী জনেট ইলেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনে ক্রেমলিনের হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মস্কো গত মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা ৯৬৩ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছিল। এই নামের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও অভিনেতা মর্গান ফ্রীম্যানের নাম রয়েছে।
রাশিয়ার নতুন নামের তালিকায় আরও ৬১ জনের নাম রয়েছে। এদের অধিকাংশ সরকারি কর্মকর্তা হলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি, বিশেষকরে প্রতিরক্ষা ও জ্বালানি খাতের কয়েকজন প্রধানের নাম রয়েছে।
রাশিয়া নতুন করে ইলেন, জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রান্ডহম ও ওয়ানওয়েবের সিইও নেইল মাস্টারসনকে মস্কোতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
এ জাতীয় আরো খবর..