×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৬৩ বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।  

৩ মন্ত্রীর দপ্তর থেকে সোমবার (৬ জুন) এ তথ্য জানানো হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিচ্ছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, প্রতিমন্ত্রী দুপুর ১টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। দুপুর আড়াইটায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যাবেন।  

এছাড়াও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান জাহাঙ্গীর আলম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, প্রতিমন্ত্রী দুপুরে বিমানে চট্টগ্রাম যাচ্ছেন। সেখান থেকে সীতাকুণ্ড যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat