বিদ্যুৎ ঘাটতি কমাতে দেশজুড়ে চলছে লোড শেডিং। সরকারের পক্ষ থেকে জনগণের ভোগান্তি কমাতে কোন এলাকায় কখন লোড শেডিং হবে তার সময়সূচি আগেই জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী রবিবার (৭ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।
গ্রাহকরা নিচের লিংকে ক্লিক করে লোড শেডিংয়ের সম্ভাব্য সময়সূচি জানতে পারবেন।
গত ১৮ জুলাই বিদ্যুৎ-সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোড শেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ লোড শেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ জাতীয় আরো খবর..