বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাঁচ মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
আইনজীবী কায়সার কামাল কালের কণ্ঠকে বলেন, “সম্প্রতি বিএনপির চেয়ারপারসনকে নিয়ে কটুক্তির প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করেছে। অথচ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে শাহবাগ, পল্টন ও ধানমন্ডি থানায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ”
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, “ছয় সপ্তাহের আগাম জামিনের পর তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। ”
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে ছাত্রদল কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এ জাতীয় আরো খবর..