×
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৩৬৬ বার পঠিত
মাদ্রিদের চারিদিকে কেবল বইছে উৎসবের আবহাওয়া। সেই আনন্দে ভাসানোর কারিগর রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। রবিবার পুরোটা দিন সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্যাপন করে। সিবেলেস ফোয়ারায় সেই বিজয় প্যারেড শুরু হয়ে ইতি টানে সান্তিয়াগো বের্নাবু্যতে।

শেষটা অবশ্য কিছুটা বেদনাদায়ক। কেননা, বিদায়ের বিউগল বাজিয়েছেন অধিনায়ক মার্সেলো। ১৫ মৌসুম শেষে সাদা জার্সিতে আর দেখা যাবে না এই লেফট ব্যাককে। মার্সেলো যেমন কেঁদেছেন, তেমনি কাদিয়েছেনও।


তিনি বলেন, ‘একসঙ্গে অনেক জাদুকরী রাতের অভিজ্ঞতা হয়েছে আমাদের। একটা জিনিস বলতে হবে, রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ খুবই ভালো।’

মুমিনুলের ‘বেসিকে’ গড়বড়মুমিনুলের ‘বেসিকে’ গড়বড়
ভবিষ্যৎ ভালো বলেই নিজেদের ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য তৈরি বলছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্িতনো পেরেজ, ‘আশা করি যে কঠিন সময় আমরা পার করছি, সেটা অবশেষে শেষ। রিয়াল মাদ্রিদ অমর এবং এখন আমরা ১৫তম শিরোপার জন্য লড়াই করব। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং তারা এখনই পরবর্তী বছরের কথা ভাবছে।


তারা বলেছে, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ আছে এবং এটাই তাদের জীবন।’ আগামী ৮ জুলাই থেকে নতুন মৌসুমের প্রস্ত্ততি শুরু করবে রিয়াল। ১০ আগস্ট ইউরোপিয়ান সুপার কাপে খেলবে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। এর চার দিন পরই লা লিগা শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরদিনই মাদ্রিদের রাস্তায় ছাদখোলা বাসে বিজয় প্যারেড করে রিয়াল। ১৪ বারের চ্যাম্পিয়নদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat