×
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৭৮ বার পঠিত
রোম নাকি একদিনে গড়ে ওঠেনি। রোমারও প্রথম ট্রফি জিততে লাগল ১৪ বছর। এত দীর্ঘ সময় পর এমন সাফল্যের রহস্য কী?


সহজ উত্তর, জোসে মরিনিও। হ্যাঁ, রোমায় প্রাণ ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ কোচ। নিজের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে বহু সাফল্য তার পদচুম্বন করেছে।

কিন্তু ইতালীয় ক্লাবকে তাদের প্রথম বড় ইউরোপিয়ান ট্রফি দেওয়ার পর ‘স্পেশাল ওয়ান’ অশ্রু ধরে রাখতে পারেননি। বলা ভালো, আনন্দাশ্রু। ইউরোপের তৃতীয় সারির ক্লাবভিত্তিক প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মরিনিও। পরশু আলবেনিয়ার তিরানায় ডাচ জায়ান্ট ফেইনুর্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপাসিক্ত হলো রোমা। ইউরোপের ক্লাব পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের পাঁচ ফাইনালের পাঁচটিই জেতার অনন্য গৌরব এখন মরিনিওর দখলে। ‘সিরিয়াল কিলার’ বলে একটা কথা আছে। মরিনিওকে বলা হচ্ছে ‘সিরিয়াল উইনার’।

রোমায় প্রাণ ফিরিয়ে এনে দেওয়ার পর ইউরোপে আবার জয়ধ্বনি হচ্ছে ম্যানইউ, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনিওর নামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat