×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৮২ বার পঠিত
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকেই চোট-আঘাতে শক্তি হারাচ্ছে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণ। সেই জেরে চলতি শ্রীলঙ্কা সিরিজে তো খেলছেনই না, তাসকিন আহমেদ হয়তো টেস্ট খেলবেন না আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। শরীফুল ইসলাম প্রথম টেস্টের দলে থাকলেও কাল পাওয়া হাতের চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাই পেস আক্রমণে কিছুটা ঘাটতি নিয়েই যেতে হবে বাংলাদেশ দলকে। 

চোট আর শারীরিক সমস্যার কারণে শরীফুলেরও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে­ ফিরলেও কাল ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন ডান হাতে। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘শরীফুলের হাতে এক্স–রে করানোর পর চিড় ধরা পড়েছে। চোট সারতে তিন সপ্তাহর মতো সময় লাগবে। পুনর্বাসনের প্রক্রিয়ায় আরও দুই সপ্তাহ লাগতে পারে। এ ধরনের চোট থেকে সম্পূর্ণ সুস্থ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যায়।’

টেস্ট সিরিজে না খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হয়তো শরীফুল খেলবেন। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের দুটি টেস্ট শুরু হবে হবে ১৬ ও ২৪ জুন। আগামী ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, বাকি দুই ম্যাচ ৩ ও ৭ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।


শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন শরীফুল ইসলাম

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে শরীফুল খেলবেন ধরেই তাঁরা দল সাজাচ্ছেন, ‘শরীফুলকে আমরা টেস্টে পাচ্ছি না। তবে সাদা বলের খেলায় তাঁকে পাওয়া যাবে।’ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি এটাও মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে, ওয়েস্ট ইন্ডিজে টেস্টে পাওয়া যাবে না তাসকিনকেও।

এর আগে আজ সকালে প্রথম আলোকে মিনহাজুল বলেছিলেন, ‘তাসকিনকে টেস্টে পাওয়ার আশা আছে। এটা নিয়ে আমরা ঢাকা ফিরে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’  কিন্তু দুপুর না গড়াতেই বদলে গেছে কথা। সাংবাদিকদের প্রধান নির্বাচক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের কোনোটিতেই নাকি তাসকিনকে পাওয়ার সম্ভাবনা নেই। তিনি শুধু সাদা বলের ক্রিকেটেই খেলবেন।

কাঁধের চোট সারাতে সম্প্রতি ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে এসেছেন তাসকিন। আপাতত তাঁর অস্ত্রোপচার লাগছে না বলেই জানিয়েছেন চিকিৎসক। ইনজেকশন ও পুনর্বাসনপ্রক্রিয়ার মাধ্যমে সুস্থ হতে পারবেন তাসকিন। 

চোটের ধাক্কায় পেস আক্রমণ টালমাটাল হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেও মোস্তাফিজকে রাখা হবে কি না। আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন মোস্তাফিজ। ২৯ মে শেষ হবে আইপিএল। মোস্তাফিজ অবশ্য দিল্লির হয়ে সর্বশেষ চার ম্যাচেই খেলেননি। টুর্নামেন্টের মধ্যে থেকেও তাই একরকম ‘বিশ্রাম’–এই থাকছেন তিনি।

চোট পেয়ে দলের বাইরে তাসকিন, ইংল্যান্ডে দেখিয়ে এসেছেন চিকিৎসক

শরীফুলের চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলটা হয়ে পড়তে যাচ্ছে বাঁহাতি পেসারশূন্য অবস্থায়। পেস আক্রমণে বৈচিত্র্য রাখতেই তাই প্রয়োজন মোস্তাফিজকে। নির্বাচক কমিটি এরই মধ্যে মোস্তাফিজের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মিনহাজুল, ‘মোস্তাফিজের সঙ্গে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। ঢাকায় গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল তৈরি করবো। তখন এসব বিষয় নিয়ে আলোচনা করবো।’ 

ফিটনেসে সমস্যা না থাকলে টেস্টের পেস আক্রমনে শরীফুল, তাসকিন আর ইবাদতই বাংলাদেশ দলের প্রথম পছন্দ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই এই সমন্বয়ে দল সাজাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাসকিন আর শরীফুলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টেই খেলেছেন খালেদ আহমেদ ও ইবাদত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে খালেদ ও শরীফুল খেলেছেন, ইবাদত আছেন বিশ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat