×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৭
  • ৪১ বার পঠিত
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। অধিনায়ক বেন স্টোকসের দলের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবেন ধণঞ্জয়া ডি সিলভার শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফরকে সামনে রেখেই আজ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দীর্ঘতম সংস্করণের দলে দুই নতুন মুখকে ডেকেছে লঙ্কানরা।

তারা হচ্ছেন মিলান রত্নায়েকে এবং নিসালা তারাকা। সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে একের পর এক পেসার চোট পাওয়াতেই এ দুই পেসারকে ডাকতে বাধ্য হয়েছে তারা।
৩৩ বছর বয়সে এসে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তারাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৭ ম্যাচ খেলে ২৫৭ উইকেট নিয়েছেন তিনি।

সঙ্গে ২৩৫৮ রান করেছেন এই অলরাউন্ডার। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা রত্নায়েক অবশ্য এর আগে ডাক পেয়েছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের ম্যাচে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি ২৮ বছর বয়সী পেসারের। 
অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই পেসারের সঙ্গে আবারও টেস্টে দলে ফিরেছেন জেফ্রি ভ্যান্ডারসে।

সর্বশেষ ২০২২ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন এই লেগস্পিনার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৩৩ রানে ৬ উইকেট নেওয়ার পুরস্কারই যেন পেলেন তিনি।
 
দলের নেতৃত্ব দেবেন যথারীতি ধনঞ্জয়া। অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞদের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন পরিচিত মুখরাই। আগামী ২১ আগস্ট ম্যানচেস্টারের প্রথম টেস্ট শুরু হবে।

সফর শেষ হবে ৬ সেপ্টেম্বরে শুরু হওয়া ওভাল টেস্ট দিয়ে। মাঝে দ্বিতীয় টেস্ট শুরু হবে লর্ডসে, ২৯ আগস্ট।
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুশঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিজ (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা, নিসালা তারাকা, প্রবত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে ও মিলান রত্মায়েকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat