×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ১৫৩ বার পঠিত
কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

বিকেল সাড়ে ৩টায় সমাবেশস্থলে এসে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শহীদ মিনারের মূল বেদিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম, সার্জিস আলমসহ অন্য সমন্বয়কদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় ‘ছাত্রসমাজ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক....’, ‘এক দফা এক দাবি’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

একই সময় সায়েন্সল্যাব থেকে একটি বড় মিছিল এসে উপস্থিত হয় শহীদ মিনারে।

এ সময় দোয়েল চত্বর এবং বকশীবাজারমুখী বুয়েটের সড়ক পর্যন্ত মানুষের ঢল দেখা যায়। 
এদিকে বিকেল ৪টার দিকে ধানমণ্ডি থেকে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি বড় মিছিল এসে পৌঁছায়। ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালের সঙ্গে চলে স্লোগান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat