×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৭
  • ৫৯ বার পঠিত
কোপার ফাইনালের দিন মাঠ ছেড়ে যাওয়ার সময়ই শঙ্কা জেগেছিল বড় দুঃসংবাদ অপেক্ষা করছে লিওনেল মেসির জন্য। গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর সেটাই প্রমাণিত হলো।

কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়া মেসি অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে। ইন্টার মায়ামি তাদের বিবৃতিতে লিখেছে,‘পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, মেসি ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন।

অধিনায়ককে পাওয়ার বিষয়টি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’ 
পরীক্ষা-নিরীক্ষার আগে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারের অন্তত দুই ম্যাচে মেসিক পাওয়া যাবে না। সেই দুই ম্যাচের একটি আগামীকাল আছে টরেন্টো এফসির বিপক্ষে। আর ‍দ্বিতীয়টি আগামী রোববার শিকাগো ফায়ারের বিপক্ষে।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচে ৬৪ মিনিটে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এ সময় দেখা যায়, আটবারের ব্যালন ডি অর জয়ীর ডান পায়ের গোড়ালি ফুলে ঢোল হয়। মাঠ থেকে বের হওয়ার সময় শিশুর মতো কাঁদছিলেন তিনি। এমনকি বেঞ্চে বসেও তার কান্না থামছিল না।

হতাশায় বেঞ্চে বসে মুখ ঢাকছিলেন না আর কাঁদছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat