×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৪
  • ৮০ বার পঠিত
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির শীর্ষ চার কর্মকর্তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। 

আগামী ১৪ আগস্ট পর্যন্ত তারা জামিনে থাকবেন। ওই তারিখ পর্যন্ত শ্রম আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে তাদের আপিলের শুনানি মুলতবি থাকবে।

চারজনের আবেদনে শুনানির পর বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন।
এর আগে ড. ইউনূসসহ দণ্ডিত চারজনের স্থায়ী জামিন (আপিল নিষ্পত্তি পর্যন্ত) আবেদনের সঙ্গে আপিল শুনানির মুলতবি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ হায়দার আলী। উভয় পক্ষের আইনজীবী আদালতের আদেশটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat