×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৩
  • ৪২ বার পঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে একসঙ্গে স্মরণ করলো নিউজিল্যান্ডের একদল প্রবাসী বাংলাদেশীরা। গত ২৮ জুন নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি মিলনায়তেন এই আয়েজোন করা হয়।

এখানে বাংলাদেশী সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে অকল্যান্ডের বেশিরভাগ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেন শেখর গোমেজ। তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতির বড় জায়গা জুড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম। তাদের গান ও কথামালায় সাজানো হয়েছিল আমাদের আয়োজন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে রবীন্দ্র ও নজরুলের বার্তা পৌছে যাক।

আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি জানান, এই আয়োজনে উপস্থিত প্রবাসীদের ঢল নামে। প্রত্যোকেই অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেন।

শেখর গোমেজ ছাড়াও আয়োজক হিসেবে ছিলেন, চৌধুরী এমদাদুল হক, ফরিদা হক, তাপস বড়ুয়া, বিপুল বড়ুয়া, মোঃ সিদ্দিক লিয়াকত, আফসানা সিদ্দিক, উৎপল সেন গুপ্ত ও শান্তা বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat