×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৪৫ বার পঠিত
সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বুধবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে মহাসচিব নির্বাচিত করেন জোটের সদস্যরা।

গত সপ্তাহে মার্ক রুটের একমাত্র প্রতিদ্বন্দী রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় রুটেই যে মহাসচিব হচ্ছেন, সেটি নিশ্চিতই ছিল। বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্ক রুটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ন্যাটোর মহাসচিব নিযুক্ত হওয়া ভীষণ সম্মানের। একই সঙ্গে তার ওপর আাস্থার রাখায় ন্যাটো মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান।
  
এক বিবৃতিতে ন্যাটো জানায়, অক্টোবরের ১ তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি। স্থলাভিষিক্ত হবেন জেনস স্টলটেনবার্গের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন রুটে।
 
বিশ্লেষকদের মতে, কিয়েভের অন্যতম অস্ত্র সরবরাহকারী ন্যাটো প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়াকে সামলানো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat