×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৫৬ বার পঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির ডাক দেয়া হয়েছে। শনিবার (১৫ জুন) লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তা জেনিন হেনিস-প্লাসচের্ট এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান আরল্ডো লাজারো এ নিয়ে একটি বিবৃতি দেন। খবর আলজাজিরার।

রোববার (১৬ জুন) লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে উভয় পক্ষের সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানান লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা।

তারা জানান, হিজবুল্লাহ এবং ইসরাইলের ন্যূনতম ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। তাই এ বিষয়ে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
 
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজায় এ পর্যন্ত ৩৭ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় এ হামলার প্রতিশোধ নিতেই লেবানন ইসরাইল সীমান্তে পাল্টা হামলা শুরু করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat