×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৫২ বার পঠিত
কাতারের দোহায় দিনের বেলা তাপমাত্রা থাকে ৪৫-৪৮ ডিগ্রির মতো। রাতের বেলা তা কমে আসে ৩৬-৩৭ ডিগ্রিতে। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচটি খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে কাতারের দোহায়। সেখানে আপাতত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী মঙ্গলবার লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। সেই সময় সেখানকার তাপমাত্রা থাকে ৩৬-৩৭ ডিগ্রির মতো।

বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

সেটাও এই লেবাননের সঙ্গে ড্র করে। গত নভেম্বরে কিংস অ্যারেনায় ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার লেবাননকে হারাতে পারলে গ্রুপে তৃতীয় হয়ে শেষ করতে পারবে বাংলাদেশ। 
এই ম্যাচ খেলতে গতকাল দোহায় পৌঁছেছে বাংলাদেশ।

আজ টিম হোটেলে জিম সেশন করে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠের অনুশীলন করবে। সেখানে শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দল। ভিডিও বার্তায় সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন,'বাংলাদেশ সময় রাত প্রায় তিনটা বেজে গেছে এখানে এসে পৌঁছাতে। সকালে জিম সেশন হয়েছে। দিনের বেলা তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি থাকে।

আমরা যখন ট্রেনিং করব তখন থাকবে ৩৬। আমাদের এই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আশা করছি দ্রুতই সেটা করতে পারব।'
কিংস অ্যারেনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের পর ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও সেই ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণা লেবানন ম্যাচে কাজে লাগানো আশা বাংলাদেশের। হাসান আল মামুন আরও বলেছেন,'আমরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে। রক্ষণে আমরা বেশ উন্নতি করেছি। দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ এটা। প্রতিপক্ষ দল চাইবে ম্যাচ জিততে, আমরাও জিততে চাইব। আমাদের প্রথম লক্ষ্য জয়। সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat