ব্রাহ্মণবাড়িয়ার সদরে আনারস প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের মিছিলে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মো. এজাজ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলার ৩৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬২ হাজর ৩৭২ জন।
এ জাতীয় আরো খবর..