×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ৬৬ বার পঠিত
সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় শত ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সকালে সিংগাইর উপজেলার জামসা বাজারে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রেবাসও আটক করা হয়।

আটককৃতরা হলেন মিরাজুল মেখ (২৮), সম্রাট(২৮), আমিজুদ্দিন(৫০), ড্রাইভার জানিব(৬২) ও শামিম(৪৪)। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে দোহারের জয়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার প্রায় শত ভরি স্বর্ণ নিয়ে সিএনজিযোগে মানিকগঞ্জের সিংগাইরে যাচ্ছিলেন তার এক ব্যবসায়িক পার্টনারের কাছে। পথিমধ্যে র‍্যাব লেখা স্টিাকারসহ একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল সিএনজির গতিরোধ করে। এরপর সুমনকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। লুটে নেয়া হয় তার স্বর্ণালঙ্কার।

স্থানীয়দের মাঝে এই খবর ছড়িয়ে পড়লে উপজেলার জামসা বাজারে মাইক্রোবাসটি আটক করে ৫ জনকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। জানা গেছে, মাইক্রোবাসে চালকসহ ৫ জন এবং মোটরসাইকেলে দুইজন ছিলেন। স্বর্ন লুটে নেওয়ার পর মোটরসাইকেলে থাকা দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

উল্লেখ্য, সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat