×
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৮৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারের পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারের পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান  স্থানীয়রা। পরে তারা এ বিষয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ভৈরব নৌপুলিশের সহযোগিতায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। তবে অজ্ঞাত ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ের কবলে পরে কোনো কারণে নদীতে পরে গিয়ে এমনটা হতে পারে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat