×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ৫১ বার পঠিত
আগামী ২ জুন থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অনলাইনে ব্রিক্রি হবে টিকিট। আজ মঙ্গলবার দুপুরে টিকিট বিক্রি শুরুর এ ঘোষণা দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

রেলমন্ত্রী বলেন, আগামী ১০ জুন থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ওইদিন দেওয়া হবে ২০ জুনের টিকিট আর ১১ জুন দেওয়া হবে ২১ জুনের টিকিট। এ ছাড়া ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেওয়া হবে।

এর আগে, আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে পাঁচ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় আট দিন। ঈদুল আজহায় ১৬ থেকে ১৮ জুন সরকারি ছুটি। এর আগে, ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat