ব্রাহ্মণবাড়িয়ায় কথা, কবিতা ও গানে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। ১২৫তম নজরুল জয়ন্তী উপলক্ষে শনিবার বিকেলে পৌর এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস আবৃত্তি সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্য একাডেমি সভাপতি কবি জয়দুল হোসেন। প্রধান অতিথি ছিলেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সহ-সভাপতি কবি আবদুল মান্নান সরকার।
প্রধান আলোচক হিসেবে ছিলেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির এতে সভাপতিত্ব করেন।
আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বি ও ওয়াসিমা হক সৈয়দার সঞ্চালনায় অভিভাবক দলের ‘বাংলাদেশ’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস, ফাহিমা সুলতানা, অবন্তিকা চক্রবর্তী, সাদিয়া রহমান বীথি, সালমানুর রহমান দুর্জয়।
একক সঙ্গীত পরিবেশন করেন আবদুর রহিম, ফারদিয়া আশরাফি নাওমী, রিয়া রায়, অর্পা মিত্র ভৌমিক। সংগঠনের মধ্যমদল বালিকা সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি ও বালকদল অভিযান কবিতাটির বৃন্দ আবৃত্তি করেন। ছোটদলের আমি হবো, প্রভাতি ও সংকল্প কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
এ জাতীয় আরো খবর..