×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ১৫০ বার পঠিত
বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্থাটি দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির আভাস দিয়েছে।

সোমবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৯ ঘণ্টার মধ্যে এটি বঙ্গোপসাগর বা তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বভাসে বলা হয়েছে, এ সময় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ ঝোড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া অন্য বিভাগগুলোতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়। সেখানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

একই সঙ্গে ওই এলাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে পটুয়াখালীতে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat