×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৬৯ বার পঠিত
ডেভিড হেম্প বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ায় হাইপারফরম্যান্স ইউনিট বর্তমানে প্রধান কোচশূন্য। এই পদের দায়িত্ব নিতে অস্ট্রেলিয়ার নাথান হারিজ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিম সাক্ষাৎকার দিয়েছেন। কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকার হেনরিখ মালান সময় বের করতে পারছেন না। বর্তমানে আয়ারল্যান্ড জাতীয় দলের সঙ্গে আছেন তিনি।

জানা গেছে, হারিজ ও ইব্রাহিমের মধ্যে থেকে একজনকে এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে বিসিবি কোচ নিয়োগ চূড়ান্ত করলেও আগামীকাল শুরু হতে যাওয়া ক্যাম্পের প্রথম ভাগে পাওয়া যাবে না তাঁকে। সময়স্বল্পতার কারণে প্রধান কোচ ছাড়াই এইচপির ক্যাম্প শুরু হচ্ছে। আজ বিকেলে রিপোর্টিং করার কথা আছে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের।

আগামীকাল মিরপুরে শুরু হবে ফিটনেস ট্রেনিং, চলবে ১৪ জুন পর্যন্ত। ঈদের পর, ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে স্কিল ক্যাম্প।
এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনার ব্যাটারঃ মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটারঃ আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডারঃ মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন।
স্পিনারঃ রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসারঃ রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান রোহানাত দৌল্লা বর্ষণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat