×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৫
  • ২৫৭ বার পঠিত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থী হওয়ায় আরও ৫১ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে ১৭ জন্য চেয়ারম্যান পদে, ২৫ জন ভাইস চেয়ারম্যান পদে, ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ মে ১১২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় ধাপের এই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ৫২ নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। সবাইকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
  
বহিষ্কৃত নেতাদের মধ্যে- রংপুর বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে আটজন, বরিশাল বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, কুমিল্লা বিভাগে ১০ জন, খুলনা বিভাগে আটজন রয়েছেন।
 
এর আগে প্রথম দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে ১৩৫ নেতা বহিষ্কার হয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat