×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৪৩ বার পঠিত
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন, আহত হয়েছেন অন্তত ৪০ জন। অন্যদিকে, ব্রাজিলে প্রায় দু’সপ্তাহ ধরে অব্যাহত ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এছাড়া টানা বৃষ্টিতে অচল হয়ে পড়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার। দেশটির পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশের আগাম জেলায় বিস্তৃত অঞ্চলজুড়ে এখন শুধুই ধ্বংসের ছাপ। ঘর-বাড়ি, রাস্তাঘাট, মসজিদ সবকিছুই হয়েছে ক্ষতিগ্রস্ত। বৈরি আবহাওয়ায় হতাহত হয়েছেন শতাধিক বাসিন্দা। নিখোঁজ রয়েছেন অনেকে। ভেঙে পড়ে একশ’র বেশি স্থাপনা।
 
একদিকে বন্যা অন্যদিকে শীতল লাভা। এতে মাউন্ট মারাপি থেকে আসা কাদামাটির ঢল নামে তানাহ দাতার অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি অঞ্চল। ঠান্ডা লাভা থেকে বড় বড় পাথর নির্গত হওয়ায় বাধাগ্রস্ত হয় স্বাভাবিক জীবনব্যবস্থা। দেখা দিয়েছে ভূমিধসও। এরইমধ্যে বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  

এদিকে টানা বৃষ্টিতে অচল হয়ে পড়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়ানশি ঝুআং প্রদেশের হিচি শহর। প্রদেশটির রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও দোকানপাটে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা।
 
অন্যদিকে ভারি বৃষ্টি এবং ভয়াবহ বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতর বাড়ছে চুরি-ডাকাতির মতো ঘটনাও। পাহারা দিতে রাতের বেলায় সচেষ্ট থাকছে স্থানীয় পুলিশ। 

এছাড়া অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে দিন পার করছেন বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য সংকটও। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat