×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৫৯ বার পঠিত
প্রথম চার ম্যাচ হেরে আগেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ নারী দল। আজ সিলেটে শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে রানের ১৫৭ রানের লক্ষ্য দিয়েছেন ভারতের মেয়েরা।

ধবলধোলাই এড়াতে হলে আজ জেতার বিকল্প নেই বাংলাদেশের। যদিও লক্ষ্যটা বেশ কঠিনই।

ভারতকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দায়ালান হেমালতা, হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিই মূলত ভারতকে এগিয়ে দেয়। সুলতানা খাতুনের বলে ফারিহা তৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে আউট হন শেফালি ভার্মা।
এরপর দ্বিতীয় উইকেটে মান্ধানা ও হেমালতার জুটি থেকে ভারত পায় ৩৭ রান।

নাহিদা আক্তারের বলে ৩৩ রান করে আউট হন মান্ধানা। অধিনায়ক হারমানপ্রিতকে নিয়ে তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি গড়েন হেমালতা। ৩০ রানে হারমানপ্রিতকে থামান নাহিদা।
খানিক পর রাবেয়া খানের বলে ৩৭ রান করে ফেরেন হেমালতাও।

তবে শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংসে ভারতের স্কোর দেড় শ ছাড়িয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat