×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১৭৬ বার পঠিত
বলিউডে এখন ফ্লপ ছবির হিড়িক। একের পর এক ছবি বক্স অফিসে হাবুডুবু খাচ্ছে। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের পরপর তিনটি ছবি ফ্লপ হয়েছে বক্স অফিসে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রক্ষাবন্ধন’। এই ছবিও চূড়ান্তভাবে ব্যর্থ। গতকাল শনিবার ‘কাঠপুতলি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অক্ষয় নিজের ফ্লপ ছবি নিয়ে মুখ খোলেন।

শনিবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে মুক্তি পেল রহস্য-রোমাঞ্চধর্মী ছবি ‘কাঠপুতলি’। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবি আসতে চলেছে হটস্টার-ডিজনিতে। এদিন ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং, চন্দ্রচূড় সিং, সরগুন মেহেতা, জ্যাকি ভগনানি, পরিচালক রঞ্জিত তিওয়ারি, গৌরব বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। এক সিরিয়াল হত্যাকারীকে নিয়ে এই ছবির গল্প বোনা হয়েছে। শুরুতে শোনা গিয়েছিল যে ‘কাঠপুতলি’ মুক্তি পাবে বড় পর্দায়। কিন্তু বড় পর্দার বদলে ওটিটিতে আসতে চলেছে ছবিটি।

ওটিটিতে ছবি রিলিজ করা কি নিরাপদ? এ প্রশ্নের জবাবে অক্ষয় কুমার বলেন, ‘কখনোই নয়। ওটিটিতেও ঝুঁকি আছে। এখানেও দর্শক বলেন যে ছবিটা ভালো লাগল না খারাপ লাগল। ওটিটিতে প্রচুর মানুষ সিনেমা দেখেন। মিডিয়া, চিত্রসমালোচক সবাই মিলে সিনেমা দেখে মতামত দেন। আমাদের একটাই কাজ— পরিশ্রম করে যাওয়া।’ ক্রমাগত ফ্লপ ছবির দায়ভার অক্ষয় নিজের কাঁধে নিয়ে বলেন, ‘ছবি চলছে না, তার দোষ আমারই। আমাকে পরিবর্তন আনতে হবে। আমাকে জানতে হবে, দর্শক কী চান। তাঁদের রুচি অনুযায়ী আমাকে ছবি বানাতে হবে।’

অক্ষয় পরিচালকের হাতে কতটা ‘কাঠপুতলি’, তা জানতে চাইলে, তিনি বলেন, ‘একটা ছবি নির্মাণের পেছনে থাকে টিমওয়ার্ক। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। পরিচালক হলেন জাহাজের ক্যাপটেনের মতো। পুরো দলকে তিনি নিয়ে চলেন। পরিচালকের সঙ্গে আমরা মতামত আদান–প্রদান করি। কিছু পরামর্শ থাকলে নিশ্চয়ই দিই।’

‘কাঠপুতলি’ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে বলিউড নায়িকা রাকুল প্রীত সিংকে। রাকুল এই ছবিতে যোগদানের প্রসঙ্গে বলেন, ‘পরিচালক রঞ্জিত তিওয়ারি আমাকে প্রথম এই ছবির প্রস্তাব দিয়েছিলেন। ছবির চিত্রনাট্য শুনেই আমি সম্মতি দিয়েছিলাম। আর আমি অক্ষয় কুমারের বিপরীতে কাজ করতে চেয়েছিলাম।’ হটস্টার-ডিজনিতে ‘কাঠপুতলি’ ২ সেপ্টেম্বর মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat