×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১৩০ বার পঠিত
১৮ বলে ২৬ রান, ১২ বলে ১৮—হাতের নাগালেই ছিল নেদারল্যান্ডসের জয়। কিন্তু অভিজ্ঞতার অভাবেই কি না, রটারডামে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা জয় তুলে নিতে পারেনি ডাচরা। পাকিস্তানকে ভয় পাইয়ে দিয়েও তারা হেরেছে ৯ রানে। ‘তীরে এসে তরি ডোবা’ যাকে বলে আরকি! পাকিস্তান সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। আজকের জয়টি ওয়ানডেতে পাকিস্তানের টানা অষ্টম জয়। টানা দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করল তারা।

আগে ব্যাট করে পাকিস্তান কিন্তু খুব বেশি রান করতে পারেনি। থেমে গেছে ২০৭ রানেই। তাড়া করতে নেমে জয়ের সুবাসই পাচ্ছিল নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং ও টম কুপারের চতুর্থ উইকেট জুটিতে ৯৯ বলে ৮১ রানের জুটিতে ভালোই এগোচ্ছিল তারা। কিন্তু বিক্রমজিৎ ৫০ আর কুপার ৬৫ রানে ফিরতেই পথ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। ১২০ বলে ৯৯ রান দরকার, হাতে ৭ উইকেট—এমন সমীকরণে দাঁড়িয়েও ম্যাচ হেরেছে নেদারল্যান্ডস।

পাকিস্তানের সেরা দুই বোলার ছিলেন মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ। ওয়াসিমের আগে-পরে ডাচ ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান নাসিম শাহ। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন ডানহাতি এই পেসার। ওয়াসিম নিয়েছেন ৩৬ রানে ৪ উইকেট। ডাচদের ইনিংস থামে ১৯৭ রানে, ৪৯.২ ওভারের মাথায়। নাসিম শাহ এই সিরিজে ১০ উইকেট নিয়েছেন। 

এই সিরিজেই অভিষিক্ত নাসিম এর মাধ্যমে দারুণ একটা রেকর্ডও গড়েছেন। নিজের প্রথম তিন ওয়ানডেতে ১০ উইকেট পাওয়া প্রথম পাকিস্তানি তিনি। পাকিস্তানিদের মধ্যে এর আগে নিজের প্রথম তিন ওয়ানডেতে সর্বোচ্চ ৯ উইকেট পেয়েছিলেন লেগ স্পিন-কিংবদন্তি আবদুল কাদির। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেট পাওয়া প্রথম পাকিস্তানি বোলার তিনি। এর আগে ৪ উইকেট পেয়েছিলেন ওয়াকার ইউনিস।

পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি পাকিস্তান। ৪৯.৪ ওভারেই ২০৬ রানে গুটিয়ে যায় তারা। দলের সেরা ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক বাবর আজমই। ক্যারিয়ারের ২২তম অর্ধশতক পাওয়া বাবর শতকের সম্ভাবনাও জাগিয়ে ছিলেন। তবে আরিয়ান দত্তের চমৎকার এক ফিরতি ক্যাচে আটকা পড়েন ৯১ রানে। ১২৫ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ২টি ছয়। এ নিয়ে ‘নড়বড়ে নব্বইয়ে’ চতুর্থবারের মতো আউট হলেন বাবর। যদিও রেকর্ড বলছে বাবর নব্বইয়ের ঘরে আউট হলে পাকিস্তান ম্যাচ হারে না।

আজ পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেক হয় আবদুল্লাহ শফিকের। কিন্তু তিনি বেশিক্ষণ থাকতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন তিনি। বাবর এসে তখন হাল ধরেন পাকিস্তানের ইনিংসে। তবে আরেক ওপেনার ফখর জামান ৪৩ বলে ২৬ করে আউট হন। আগা সালমান করেন ৪২ বলে ২৪। পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা অধিনায়ক বাবরকে খুব একটা সঙ্গ দিতে পারেননি।

নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিডে ৫০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট ভিভিয়ান কিংমার। ১টি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত, শারিস আহমেদ ও ফন বিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat