×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৪৩ বার পঠিত
পরমাণু বহনে সক্ষম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এয়ারফোর্স গ্লোবাল স্টাইক কমান্ডের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মিনিটম্যান-থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে ছোঁড়া হয়। মার্শাল দ্বীপপুঞ্জের কাছে ৪২০০ মাইল পথ পাড়ি দেয় মিসাইলটি। 

মিসাইল উৎক্ষেপনের পর মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়মিত ও রুটিন পরীক্ষার অধীনেই এই মিসাইল উৎক্ষেপন করা হয়েছে। একবিংশ শতাব্দীর হুমকি রোধ করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধক ব্যবস্থা নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকরী তা দেখানোই এই পরীক্ষার উদ্দেশ্য।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগেও তিন শতাধিক বার এ ধরনের পরীক্ষা চালানো হয়েছে। 

তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে এই পরীক্ষার কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat