‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এখন সামান্থা রুথ প্রভু। ছবির প্রচার, বিভিন্ন সাক্ষাৎকারে সামান্থার পরিচিতি ঠান্ডা মেজাজের মানুষ হিসেবেই। তবে একবার মেজাজ হারিয়েছেন অভিনেত্রী। সেটা এতটাই যে ভক্তকে চড় মারতেও দ্বিধা করেননি।
সামান্থার চড়-কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি এখনকার নয়, ১১ বছর আগের।
ঘটনাটি ঘটে ২০১১ সালে, একটি শপিং মলে ছবির প্রচারের সময়। সামান্থা তখন ‘ইয়ে মায়া চেসাভ’, ‘বৃন্দাভনম’ ছবির সাফল্যে উড়ছেন। তখন নতুন ছবির প্রচারে তিরুপতির এক শপিং মলে যান। সামান্থাকে দেখতে সেখানে অনেক ভক্ত ভিড় করেন। সেই ভিড়ের মধ্যে কেউ একজন সামান্থাকে টেনে ধরেন। তখন পরিস্থিতি এমন ছিল যে দেহরক্ষীরাও সামলাতে পারেননি। তখনই রেগে গিয়ে ওই ভক্তের গালে সপাটে চড় কষিয়ে দেন সামান্থা।
এখানেই শেষ নয়, মাত্রাতিরিক্ত বিরক্ত করায় বেশ কয়েকজন ভক্তকে চিৎকার করে সতর্ক করে দেন অভিনেত্রী।
এরপর অবশ্য সামান্থার মেজাজ হারানোর আর কোনো ঘটনার কথা জানা যায়নি। ছবির প্রচারে গিয়ে ভক্ত বা আলোকচিত্রীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগেই তাপসী পান্নু, মালাইকা অরোরার ক্ষেত্রে এটা হয়েছে।
সামান্থা অবশ্য এখন ভীষণ ব্যস্ত হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রজেক্ট নিয়ে। দুই বলিউড ছবি ছাড়াও সামান্থা একধিক তেলেগু ছবিতে কাজ করছেন। সামনে তাঁকে দেখ যাবে ‘খুশি’ ছবিতে।
এ জাতীয় আরো খবর..