×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৪
  • ৭৯ বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৩ জনে। মৃত্যুবরণকারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে শনাক্ত হয়েছেন ২২৬ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।

রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ২৫২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ২৪০টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat