বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। দুই বছর ধরেই তাঁদের কথিত প্রেম নিয়ে চর্চা চলছে। বিজয়–রাশমিকা নিজেদের ছবির প্রচারণা নিয়ে কোনো অনুষ্ঠানে হাজির হলেও জানতে চাওয়া তাঁদের সম্পর্ক নিয়ে। যা নিয়ে দুই তারকাই ত্যক্তবিরক্ত। সম্প্রতি আবারও বিজয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাশমিকাকে। উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তিনি যে উত্তরই দেন, মানুষের পছন্দ হবে না। কী সেই উত্তর? বিজয়-রাশমিকার প্রেম নিয়ে গুঞ্জনের নতুন করে সূত্রপাত হয় ‘কফি উইথ করণ’-এর একটি পর্ব প্রচারের পর। যেখানে শোতে উপস্থিত অনন্যা পাণ্ডে বিজয়কে উদ্দেশ করে বলেন, ‘তাঁর মনে হয় তাড়া আছে। “মিকা” সিংয়ের সঙ্গে দেখা কবে।’ এই ‘মিকা’ সিং যে রাশমিকা, তা আর বুঝতে বাকি নেই।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল রাশমিকাকে। উত্তরে অভিনেত্রী স্বীকার করেন, তিনি পর্বটি দেখেছেন। তাঁর কাছে মন্তব্যটি বেশ মিষ্টি লেগেছে। রাশমিকা বলেন, ‘পর্বটি দেখেছি। এটা ছিল স্রেফ একটা আলাপচারিতা। বিষয়টি নিয়ে তারা কথা বলে মজা পেয়েছে।’
তবে সে যা-ই হোক, বিজয়ের সঙ্গে সম্পর্ক আছে কি নেই সেটা বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু এ নিয়ে আবারও ধোঁয়াশা রাখলেন ‘পুষ্পা’ অভিনেত্রী, ‘এটা নিয়ে কথা বলার কিছু নেই।’
বিষয়টি ব্যাখ্যা করে রাশমিকা আরও বলেন, ‘কাজের ক্ষেত্র হলে আমি বলতে পারি কোন ছবি মুক্তি পেল, সামনে কী মুক্তি পাবে। কিন্তু ব্যক্তিগত জীবন এমন একটা বিষয়, যা নিয়ে কথা বলতে আমি মোটেও পছন্দ করি না।’
হিন্দুস্তান টাইমসকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে রাশমিকা বলেন, নিজের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই। তিনি বলেন, ‘বছরে পাঁচটি করে ছবি করি, তারপরও প্রশ্ন শুনতে হয়, কার সঙ্গে প্রেম করছেন? আপনার ব্যক্তিগত জীবন কেমন? এটা বুঝি যে অভিনয় পেশায় থাকায় আমাদের ওপর লাইমলাইট থাকে। ফলে মানুষ আমাদের সম্পর্কে আরও বেশি জানতে চায়।’
তবে এই যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যম, ভক্তদের এত কৌতূহল—এতে অভ্যস্ত হয়ে গেছেন রাশমিকা। ২৬ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই এসব দেখে আসছি। কার সঙ্গে দেখা গেল, ও আচ্ছা, ওমুকের সঙ্গে। আমি জানি এ পেশায় থাকলে এসব জল্পনা চলতে থাকবে। তবে আমি অনুরোধ করব নিজের মুখে না বলা পর্যন্ত আমাকে নিয়ে কোনো উপসংহারে না পৌঁছাতে।’
রাশমিকা ভালো করেই জানেন অভিনেতা–অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বন্ধ হবে না। বাস্তবতা মেনে নিয়ে ভক্তদের প্রতি আহ্বান জানালেন কন্নড় অভিনেত্রী, ‘মানুষ নেতিবাচক কথা বলতেই পারে। পাবলিক ফিগার হওয়ায় এটা হয়তো মানতেই হবে। কেবল ভালো ভালো কথা শুনব, মানুষ ব্যক্তিগত জীবন নয় কেবল কাজ নিয়ে কথা বলবে, এটা ভাবলে তো হবে না। সবাইকে বলব যা খুশি বলুন, কেবল কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না।’
এ জাতীয় আরো খবর..