×
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৫ বার পঠিত
সারা দেশে ‘হাওয়া’র জয়জয়কার। রাজধানী ঢাকা তো আছেই, ঢাকার বাইরে অনেক সিনেমা হলে চলতি সপ্তাহেও হাউসফুল যাচ্ছে ছবিটি। যশোরের মণিহার হলে ছবিটি হাউসফুল হয়েছে। গত শুক্রবার থেকে ছবিটি দেশের ঐতিহ্যবাহী এ হলে প্রদর্শিত হচ্ছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবসহ দেশের সব কটি মাল্টিপ্লেক্সেই আগাম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। ‘হাওয়া’ সিনেমা দেখতে হলের সামনে মারামারির ঘটনার খবরও পাওয়া গেছে।
বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’। 

মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডার ১১টি হলে দেখানো হবে বলে জানা যায়। ২ সেপ্টেম্বর কানাডায় মুক্তির পরপরই দেখতে পাবেন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা। যুক্তরাষ্ট্রের শতাধিক হলে মুক্তির টার্গেট নিয়ে এগোচ্ছে পরিবেশনা সংস্থা।

কানাডার যেসব সিনেমা হলে হাওয়া চলবে—সিনেপ্লেক্স ইগ্লিনটন টাউন সেন্টার (টরন্টো), সিনেপ্লেক্স কান্ট্রি পার্ক (মিসিসাগা), সিনেপ্লেক্স সাউথ কিইস (অটোয়া), সিনেপ্লেক্স ফোরাম (মন্ট্রিল), সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেট (উইনিপেগ), সিনেপ্লেক্স সানরিজ স্পেকটার্ম (ক্যালগারি), সিনেপ্লেক্স সাউথ এডমন্টন সিনেমাস (এডমন্টন), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার (হ্যালিফ্যাক্স), সিনেপ্লেক্স স্ট্রবেরি হিলস (সারে), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার (সাসকাটুন), সিনেপ্লেক্স সিনেমাস নরম্যানভিউ (রেজিনা)।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat