আগস্ট মাস এলেই বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চায় বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির প্রারম্ভিক আয়োজনে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার শোকের মাস আগস্ট মাসব্যাপী কোরআন খতম, দোয়া ও অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের শুরু করা হয়।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘এই আগস্ট মাসকে সামনে রেখে বিনা কারণে, বিনা উসকানিতে ভোলায় পুলিশের ওপর তারা হামলা চালিয়েছে।
তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, খালেদ শওকত আলী ও ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম ও সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
এ জাতীয় আরো খবর..