×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৮৬ বার পঠিত
ধনী, সুদর্শন যুবক কিম মিন কিউ। কিন্তু এক অদ্ভুত অসুখের কারণে সে মানুষের সংস্পর্শে আসতে পারে না। ধীরে ধীরে খুব একাকী হয়ে পড়ে। অন্যদিকে জি ইয়া তরুণ উদ্যোক্তা। স্বভাবে খুব ছটফটে। কিছু করে দেখানোর প্রবল ইচ্ছা। একদিন হঠাৎই জি ইয়ার সাবেক প্রেমিক বায়েক গিউন তাকে ফোন করে অদ্ভুত এক অনুরোধ করে বসে। জি ইয়াও খুব বেশি কিছু চিন্তা না করে প্রস্তাবে রাজিও হয়ে যায়। এরপরই তাদের জীবন নতুন এক মোড় নেয়। অনুরোধ রাখতে গিয়ে জি ইয়ার সঙ্গে কী হয়, তা জানা যাবে ‘আই অ্যাম নট আ রোবট’ সিরিজটি দেখলে। 

আজ রাত ৮টায় সিরিজটির প্রথম সাত পর্ব মুক্তি পাবে চরকিতে। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ান সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখবেন দর্শক। 

সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সূ বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এই কনটেন্টের মূল আকর্ষণ। 

এ ছাড়া গল্পে আছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব ও একাকিত্বের মিশেল, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা দেবে। বিশেষ করে টিনএজারদের জন্য এ সিরিজের বিষয়বস্তু যে দারুণ উপভোগ্য হবে, সে কথা বলাই যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat