×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৫৫ বার পঠিত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা ছাড়ার আগে সরকারি বাসভবনে তার বিয়ের জমকালো পার্টি দিতে চান।

বরিস বর্তমানে সরকার ও দলে নজিরবিহীন চাপে আছেন। চাপের মুখে বৃহস্পতিবার দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। খবর দ্য মিরর ও রয়টার্সের।

তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

এর মধ্যেই ক্যারি সিমন্ডসের সঙ্গে বিয়ে উদ্যাপনে জমকালো পার্টি আয়োজনের পরিকল্পনা করছেন বরিস। চলতি মাসের শেষ দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকারসে এ পার্টি করা হতে পারে।

কনজারভেটিভ পার্টির দুটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, দলের নতুন নেতা নির্বাচনের আগপর্যন্ত বরিস ক্ষমতায় থাকছেন। ক্ষমতায় থাকাকালেই বিয়ের জমকালো পার্টি আয়োজন করতে চান তিনি।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ প্রবল। নতুন নেতার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত তিনি দেশকে সেবা দিয়ে যাবেন। জনগণের প্রতি নিজের দায়িত্ব পালন করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat