দীর্ঘ ৩৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন বরেণ্য সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সাড়ে তিন দশকেরও বেশি সময় আগে সর্বশেষ মিল্টন খন্দকারের লেখা সামিনা ‘ভুলে যেতে বলেছ অতীত’ শিরোনামে একটি গানটি গেয়েছিলেন।
এবার গাইছেন ‘পদ্মা’ সেতু নিয়ে মোকাম আলী খানের লেখা ‘পদ্মার উপর পদ্মা সেতু’ শিরোনামের একটি গান। এটির সুর করেছেন মিল্টন খন্দকার। গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এর আগে রেডিওতে পদ্মা সেতু নিয়ে একটি গান গেয়েছি। তবে মিল্টন খন্দকারের সুর করা গানটি খুবই চমৎকার হয়েছে। ভালো লাগবে শ্রোতাদের।’ মিল্টন খন্দকার বলেন, ‘সেই ৩৭ বছর আগে সামিনা আপার কণ্ঠে যে মাধুর্যতা উপভোগ করেছি, এখনো যেন ঠিক তাই আছে।
৩৭ বছর পর একসঙ্গে কাজ হলো। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই বিস্মিত হই। পদ্মা সেতু নিয়ে গানটি খুব ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ আগামী ২৫ জুন গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।
মিল্টন খন্দকার জানান, পদ্মা সেতু নিয়ে নতুন প্রজন্মের ছয়জন সংগীতশিল্পী নিয়েও তিনি গান করেছেন। এদিকে সামিনা চৌধুরীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান ‘তুমি চোখ রেখেছ বলে’। গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আব্দুল বারী এবং সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।
এ জাতীয় আরো খবর..