×
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৭০ বার পঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার হারারে স্পোটর্স ক্লাবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। 

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সমর্থ হয় জিম্বাবুয়ে। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সিকান্দার রাজা। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রেজিস চাকাভা। আফগানদের হয়ে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন নিজাত মাসুদ। 

আফগানদের বড় টার্গেট দিয়ে বোলিংয়ের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। 

প্রথম উইকেটের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১০তম ওভার পর্যন্ত। এই সময়ের মধ্যে আফগানিস্তান করে ফেলে ৮৩ রান।

কিন্তু ১০তম ওভারে দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজের উদ্বোধনী জুটি ভাঙার পর ম্যাচে ফেরে জিম্বাবুয়ে।

এই ওভারে ওভারে রায়ান বুর্ল তিনটি উইকেট তুলে নেন। তিনি ওই ওভারে গুরবাজকে ৩৩, জাজাইকে ৪৫ এবং ওয়ান ডাউনে নামা ওসমান গণিকে মাত্র ১ রানে আউট করে দেন। 

এরপর জিম্বাবুয়ের কিছুটা জয়ের সম্ভাবনা দেখা দেয়। 

কিন্তু তাদের সেই সম্ভাবনা গুড়িয়ে দেন হার্ড হিটার নাজিবউল্লাহ জাদরান। তিনি মাত্র ২৫ বল খেলে ৪৪ রান করে দলের জয় নিশ্চিত করে তবে মাঠ ছাড়েন। 

শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলে দুই রান করার পর, সেই শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে চার বল ও ছয় উইকেট হাতে রেখে আফগানদের জয়ের স্বাদ এনে দেন নাজিবউল্লাহ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat