বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বিএনপি এবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসবে। বুধবার (১ জুন) দুপুর ১২টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।’
এর আগে নাগরিক ঐক্য, লেবার পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে সংলাপ করেন বিএনপির শীর্ষ নেতারা।
এ জাতীয় আরো খবর..