প্রায়ই ফেসবুক লাইভ ও ব্যক্তিগত ভিডিও নিয়ে হাজির হন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। এবারের ভিডিও ছিল একদমই ব্যতিক্রম। স্ত্রী ফারজানা চুমকিকে ছিলেন তাঁর অতিথি। তাঁদের স্বল্প সময়ের আলোচনায় ‘রাত জাগা ফুল’ সিনেমাকে কেন্দ্র করে প্রকাশ করা ভিডিওতে স্থান পায় সাব্বিরের ব্যক্তিগত আলোচনা ও সমালোচনা। এমনকি ভিডিওতে স্বামীকে নিয়ে অভিযোগ করতেও ছাড় দেননি ফারজানা।
গত বছরে শেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল অনুদান পাওয়া ‘রাত জাগা ফুল’। সিনেমা নিয়ে দীর্ঘ পাঁচ মাস পরে স্ত্রী ফারজানার মতামত নেন এই অভিনেতা। এই সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান, সিনেমার সবচেয়ে ভালো লেগেছে কোনটা? এমন প্রশ্নে ফারজানা বলেন, ‘শুধু একটা বললে হবে না। সিনেমার মিউজিক, ফটোগ্রাফি, সাউন্ড এতই সুন্দর... গানগুলোর কথা, সুর, গান গাওয়ার ঢং, সব গান অসম্ভব ভালো। মমতাজ আপার কণ্ঠে এমন গান আগে শুনিনি। গল্প ভালো। সিনেমায় মেসেজ আছে। তুমি যে টাইপের অভিনয় করো, সেটা থেকে আলাদা।’ কী ধরনের ‘আলাদা’ জানতে চাইলে স্ত্রী বলতে থাকেন, ‘তুমি যে টাইপের অভিনয় করো, যেমন ফানি, সেটা থেকে পরিবর্তন আসছে। তবে তোমার একটা সমস্যা মনে হয়েছে, তোমার শরীর শুকনা হলে আরও ভালো হতো। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগত। তবে তোমার প্রথম সিনেমা ডিরেকশন বোঝা যায়নি।’
আরেকটি ভিডিওতে দেখা যায়, মীর সাব্বির প্রশ্ন করেন, ‘পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে আপন কাকে মনে হয়?’ ফারজানা বলেন, ‘আমার দুই ছেলে। আগে মা–বড় বোনকে মনে হতো, এখন বাচ্চা হওয়ার পরে দুজনের জন্যই বেশি মায়া লাগে। আমার মনে হয় পৃথিবী একদিকে আমার দুই বাচ্চা একদিকে।’
যখন তোমার কেউ খবর রাখবে না, তখন দুজন লোকও যদি তোমার খবর রাখে, তাদের মধ্যে কার নাম বলবে?
ফারজানা: ‘না, ও রকম কাউকে আমার মনে হয় না।’
তুমি যাকে বিয়ে করেছ, সে তোমার কোনো দিন খবর রাখবে না বলে মনে হয় তোমার?
সে তো আমার সঙ্গেই থাকবে। খবর রাখারাখির কী আছে। আর সে তো সঙ্গে থেকেই ঠিকমতো খবর রাখে না।
‘হ্যাঁ, বুঝিনি।’
‘সে তো সঙ্গে থেকেই ঠিকমতো খবর রাখে না।’
সাব্বির আবার জানতে চান, ‘আর বুড়ো হলে?’
স্ত্রী বলেন, ‘যদি একসঙ্গে থাকি কতটা খবর রাখবে জানি না তো।’
এই সময় ফারজানা সাব্বিরকে বলেন, ‘তুমি এটা বললা কেন, যে তোমাকে বিয়ে করেছে সে তোমার খোঁজ রাখবে না? সে আমার সঙ্গেই থাকবে। আর যদি দূরে চলে যায় তাহলে, সে–ও খোঁজ রাখবে না, আমিও রাখব না।’
রাত জাগা ফুল সিনেমার পোস্টারে মীর সাব্বির
এ সময় সাব্বির আবার প্রশ্ন করেন, ‘শুরু থেকে আমি ঘুরিয়ে তোমার কাছে জানতে চেয়েছি, আপন কে? তুমি বললা দুই বাচ্চা। তারা যদি তাদের মতো করে জীবন যাপন করে, তারপরে আপন কে? তুমি বলছ, তুমি জানো না। এখানে সে হিসেবে স্বামী হিসেবে আমার বক্তব্যে কি আসতে পারে না। আমার কী হবে?’
‘তুমি তোমার মতো জীবন কাটাবা, আমি আমার মতো জীবন কাটাব। আমি বই পড়ব, টিভি দেখব, নামাজ পড়ব। দেখা গেল, আমার বাচ্চারা বড় হলো তুমি একদিকে গেলা, আমি অন্যদিকে গেলাম।’
কোন দিকে যেতে চাও?
বাচ্চারা দেশের বাইরে থাকলে তাদের কাছে চলে গেলাম।
আর আমি?
২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবেসে বিয়ে করেন মীর সাব্বির ও ফারজানা চুমকি
ফারজানা বলেন, ‘তুমি কই যাবা আমি জানি না। তুমি আরেক জায়গায় যাবা (হাসি)।’ তাঁর এই হাসিই বলে দেয় সুখে রয়েছেন তাঁরা। আজীবন কাটিয়ে দিতে চান একসঙ্গে। ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে বোঝাপড়াও ভালো। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবেসে বিয়ে করেন মীর সাব্বির ও ফারজানা চুমকি।
ভিডিওটি পোস্ট করে মীর সাব্বির তাঁর ফেসবুকে লিখেছেন, পৃথিবীতে স্বামীকে যদি কেউ সত্যি কোনো কথা বলে থাকে, সে হচ্ছে তার স্ত্রী। সে কারণে আমরা স্ত্রীদের ওপর মাঝেমধ্যে একটু বিরক্ত হই, কিন্তু দিন শেষে দেখা যায় সেই স্ত্রীর কথাটিই সত্য হয়। ধন্যবাদ আমার প্রিয় মানুষ, খুব কাছাকাছি বসবাস করা মানুষ ফারজানা চুমকিকে।’
এ জাতীয় আরো খবর..