×
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৯৫ বার পঠিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ পালন শেষে হাজিদের সৌদি আরবে নেওয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার  সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি র  আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।

কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন। আসন্ন পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজের উদ্দেশ্যে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়।  
কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat