পাঁচ দশক পর সিনেমা হলের দরজা খুলেছে সৌদি আরবে। সেখানে নিয়মিত সিনেমাও প্রদর্শিত হচ্ছে। চলমান ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিজস্ব প্যাভিলিয়নও পেয়েছে দেশটি। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন সৌদি আরবের নির্মাতা, অভিনেত্রী ও সমাজকর্মী ফাতিমা আল-বানাবি। তাঁর পরিচালিত নতুন চলচ্চিত্রের নাম ‘বাসমা’।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির সূত্রমতে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাসমা’য় সৌদি আরবের সাধারণ মানুষের মানসিক অসুস্থতার বিষয়বস্তুকে তুলে ধরবেন ফাতিমা। ‘বাসমা’র গল্প লিখেছেনও ফাতিমা। অক্টোবরে জেদ্দায় শুরু হবে দৃশ্যধারণের কাজ। ছবিটিতে ফাতিমা আল-বানাবিও অভিনয় করবেন ২৬ বছরের এক তরুণীর চরিত্রে। এই তরুণী যুক্তরাষ্ট্র থেকে ফিরে অসুস্থ বাবাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তখন এমন কিছু ঘটনা ঘটে, যে জন্য বাধ্য হয়ে তাকে দেশ ছাড়তে হয়।
এবার পরিচালনায় সৌদি অভিনেত্রী
মনোবিদ্যার ওপর ডিগ্রি রয়েছে ফাতিমার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্বের ওপর মাস্টার্সও করেছেন। ভ্যারাইটি সূত্রে তিনি জানান, তিনি পারিবারিক বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন। মানবিক সম্পর্কও তাঁকে আকর্ষণ করে। তিনি আরও জানান, তাঁর পরিবারের সদস্যরা হয় ধর্মতত্ত্ববিদ, নয়তো মনোবিদ। এ অভিজ্ঞতার কারণে নির্মাণাধীন সিনেমার বিষয়ে তাঁর গভীর পর্যবেক্ষণ রয়েছে। হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে পরিবার ও বাড়ির প্রেক্ষাপটে তিনি মানসিক সমস্যাকে তুলে ধরবেন তাঁর সিনেমায়।
এবার পরিচালনায় সৌদি অভিনেত্রী
২০১৬ সালে মোহাম্মদ সাবাগ পরিচালিত আলোচিত কমেডি ছবি ‘বারাকা মিটস বারাকা’য় প্রথমবার অভিনয় করেন ফাতিমা। সৌদি আরব থেকে অস্কারে পাঠানো ছবিটি তাঁকে সবার সামনে নিয়ে আসে। এ ছাড়া বার্লিন উৎসবেও অংশ নেয় তাঁর ছবি। সম্প্রতি নিজের তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ ব্লিঙ্ক অব অ্যান আই’-এ অভিনয় করেছেন ফাতিমা। এ ছাড়া নেটফ্লিক্সের প্রথম আরবি অরিজিনাল শো ‘প্যারানরমাল’-এ অভিনয় করেছেন তিনি।
এবার পরিচালনায় সৌদি অভিনেত্রী
‘বাসমা’র প্রযোজনায় রয়েছেন মিশরীয় প্রযোজক এবং চিত্রনাট্যকার মোহাম্মদ হেফজি এবং ফাতিমা আল-বানাবি। জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় ছবিটি তৈরি হবে। ছবিটির সহযোগী প্রযোজক হলেন প্যারিসভিত্তিক ড্যানিয়েল জিসকিন্ড।
এ জাতীয় আরো খবর..