ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী। প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, অমর একুশের গানের স্রষ্টা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে নেওয়া হবে।
মৃত্যুর আগে তিনি তাঁর কাছের মানুষজন এবং ছেলে-মেয়েদের এমনটাই বলে গেছেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা তিনি নিজেই ব্যক্ত করে গেছেন।
গাফ্ফার চৌধুরীর লাশ এখনো বার্নেট হাসপাতালে আছে। তাঁর ছেলে-মেয়েরা সেখানে আছেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুনা তাসনিম হাসপাতালে গিয়েছিলেন। ঢাকায় দাফনের বিষয়টি হাইকমিশনার নিশ্চিত করে বলেছেন, ‘আগামীকাল ব্রিকলেন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে মরদেহ। এবং গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। বিমান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। ’
এ জাতীয় আরো খবর..